Sikkim Silk route অর্থাৎ যে পথে প্রাচীন কালে (early 3rd century BCE, and it became popular by the 2nd century BCE)তিব্বতের লাসা থেকে সিকিমের মধ্যে দিয়ে ভারতে সিল্ক , ফার, উল ইত্যাদির ব্যবসা হতো ।এই বিস্তীর্ণ ৯০০ কিমি রাস্তার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম সিকিমের রাস্তাটুকু । 2nd May 2022 থেকে 6th May 2022 অবধি আমাদের অভিযান ছিল সিকিমের সিল্ক রুট , সঙ্গে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দর্শন । প্রথমদিন আমরা ছিলাম কালিম্পঙ শহর থেকে অনেকটা দূরে Thulung বা Sirsa gaon তে । ছোট্ট একটা গ্রামের মধ্যে Home Stay । Home Stay এর কাছেই রয়েছে এক Strawberry বাগান । আর সামনে রয়েছে দিগন্তব্যাপী পাহাড়ের রাশি । রাত্রে সব বাড়িতে আলো জ্বলে উঠলে মনে হয় সারা পাহাড় জোনাকির আলোতে ঝিকমিক করছে । ভোরে চোখ খুলতেই দেখি সামনের পাহাড়ে মাথা উঁচু করে সমস্ত পরিবার নিয়ে দাড়িয়ে আছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা । চোখ জুড়িয়ে গেল ।
প্রাতঃরাশ সেরে সিকিমের Rangpo, Rhenock ছাড়িয়ে পৌঁছে গেলাম Rongli যেখান থেকে এই Sikkim Silk route যাওয়ার অনুমতি পত্র নিতে হবে । আমাদের দুজনের জন্য ৫০০ টাকা, দুজনের দুটো পাসপোর্ট সাইজ ফটো , দুজনের ওরিজিনাল ভোটার কার্ড জমা দিতে হোল । আধ ঘণ্টার মধ্যেই আমাদের ভোটার কার্ড ও অনুমতিপত্র হাতে এসে গেল । সমস্ত কাজটাই আমাদের ড্রাইভার করলো । ব্যাস রওনা দিলাম জুলুকের পথে । পথে ১১০ টাকা দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আর একটা অনুমতি নিতে হোল । জঙ্গল , পাহাড় পেড়িয়ে সিল্ক রুট ধরে পৌঁছে গেলাম ৯৪০০ ফুট উপরে জুলুকে রাত্রিবাসের জন্য । পুরো জুলুক জুড়ে দেখলাম মিলিটারিদের আনাগোনা ।জুলুকের আরেক নাম মেঘালয় দিলেও ভুল হবে না । জুলুকেই দেখলাম ইয়াক ঘুরে বেড়াচ্ছে । পরেরদিন প্রাতঃরাশ সেরে বেড়িয়ে পড়লাম আরও উপরে সিল্ক রুট ধরে ১৩২০০ ফুট উপরে Nathang valley। পথে পড়ল জুলুকের বিখ্যাত Zigzag Way ও ১১২০০ ফুট উপরে Thambi view point যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দর্শন করা যায় ।এছাড়াও পথের দুপাশে ও Nathang valley জুড়ে ফুটে রয়েছে লাল, গোলাপি ও সাদা রঙের অজস্র Rhododendron । মনে হচ্ছে কেউ Rhododendron এর কার্পেট বিছিয়ে রেখেছে । তারপর পৌঁছে গেলাম কাল পাহাড় পেড়িয়ে ১৩৫০০ ফুট উপরে Old Baba Mandir । পুরোটাই মিলিটারিদের অধীনে । ভালই ঠাণ্ডা ছিল । তাই মন্দিরে পাশে মিলিটারিদের ক্যান্টিনে গরম গরম কফি মনে হচ্ছিল অমৃত পান করছি । Old Baba Mandir ছাড়িয়ে আরও বেশ কিছুটা এগিয়ে যেতেই পৌঁছে গেলাম ১৩০৬৬ ফুট উপরে Elephant lake বা kupup lake। চারিদিকের পাহাড় লেকটাকে যেন কোলে তুলে রেখেছে । এর আরেকটু উপরেই ভারত – চীন বর্ডার ।আবহাওয়া ভাল থাকাতে কোন কষ্ট তো হয়নি বরং বলা যায় আমাদের অভিযান সার্থক হয়েছে ।পথে অনেক ইয়াক দেখলাম ।
এবার নামার পালা সেই সিল্ক রুট ধরে । Padamchen ছাড়িয়ে আমরা এসে পৌছালাম রাত্রিবাসের জন্য সিকিমের আরেকটি ছোট গ্রাম Lingtam এ । পরেরদিন প্রাতঃরাশ সেরে পৌঁছে গেলাম Lampokhari Lake বা Aritar Lake । ৪৬০০ ফুট উপরে ১১২০ ফুট লম্বা ২৪০ ফুট চওড়া পাইনের জঙ্গলে ঘেরা পরিষ্কার টলটলে জলে ভরা এই লেকের পাশে বসে থাকতেও ভাল লাগছিল । তারপর চললাম Rhenock এর অনেকটা নিচে ঋষি নদীর ধারে Rish ikhola দেখতে । ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম Kalimpong পাহাড়ের অনেকটা উপরে পাথরের ছোট রাস্তা দিয়ে আরেকটি ছোট গ্রাম Iccha gaon তে । মনে হচ্ছিল গাড়ি নিয়ে ট্রেক করছি । ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় । ওখানে রাত্রিবাস করে পরেরদিন নেমে আসলাম শিলিগুড়ি । আমাদের সিল্ক রুট অভিযান শেষ হোল ।
শিলিগুড়ি থেকে খরচের হিসাব ঃ-
থাকা ও খাওয়ার জন্য – Rs. 1000 থেকে Rs 1200 per head
একটা ছোট গাড়ির জন্য _ Rs 3000 থেকে Rs 3500
একটা বড় গাড়ির জন্য – Rs. 3800 থেকে Rs 4200