দারিংবারি ও গোপালপুর ভ্রমণ

দারিংবারি ও গোপালপুর ভ্রমণ

অনেকদিন ধরেই উড়িষ্যার কাশ্মীর নামে খ্যাত দারিংবারি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে যাওয়া হয়ে উঠছিল না । ছেলে আর বৌমাকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম । ওরা রাজি । তাই সব প্রোগ্রাম বানিয়ে ফেলা হোল । দারিংবারি হোল সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১৫ মিটার উঁচু একটা  শৈল শহর । পূর্বঘাট পর্বতশ্রেণির বিভিন্ন শৃঙ্গগুলি উঁচুনিচু তরঙ্গায়িত ছন্দে শহরটিকে ঘিরে আছে। এই মাসের ১৯ তারিখ অর্থাৎ ১৯/০১/২০২২ রাত্রি ১১.৫৫ তে মাদ্রাস মেল ধরে রওনা দিয়ে পরেরদিন সকাল ৯ টা  বেজে ৫ মিনিটে ব্রহ্মপুর বা বেরামপুর ষ্টেশনে পৌঁছে গেলাম । Retiring room আগে থেকে বুক করা ছিল , তাই ওখানেই ফ্রেশ হয়ে প্রাতরাশ সেরে গাড়ি নিয়ে রওনা দিলাম দারিংবারির উদ্দেশে । পথে দেখে নিলাম Taptapani Hot Water Springs ,পশ্চিম ভারতের সবচেয়ে বড় এবং ২০১০ শে দালাই লামা দ্বারা উদ্বোধন করা Jiranga Monestary ও অপূর্ব সুন্দর Khasada waterfall আর ঘন পাইন গাছের জঙ্গল । যেহেতু রাত্রেই জার্নি করে এসেছি তাই আর কোথাও না ঘুরে সোজা চলে গেলাম দারিংবারির হোটেলে । খাওয়া দাওয়া সেরে খোঁজ করতে বেড়লাম দারিংবারিতে কতগুলি হোটেল , খাওয়ার ভাল জায়গা কি আছে জানবার জন্য । হোটেল অনেক আছে কিন্তু খাওয়ার জায়গা তেমন ভাল নেই । পরেরদিন প্রান ভরে নিশ্বাস নিতে নিতে ঘুরে নিলাম Hill view Park, Nature Park , Mandasaru, Lovers point, Emu breeding Centre, Coffee Garden , Sunset point, কফি বাগানের সাথে গোলমরিচের বাগানও ছিল । এই প্রথম গোলমরিচের বাগান দেখলাম ।তারপরের দিন প্রাতরাশ করে রওনা হলাম গোপালপুর । পথে দেখে নিলাম Surada dam, Padma river , Rushikulya river , Ghanteswari Temple। আড়াইটা নাগাদ এসে পৌছালাম সমুদ্রের ধারে গোপালপুরে আমাদের হোটেলে ।পরেরদিন সকাল সকাল বেড়িয়ে চিল্কা দেখে এসে পৌছালাম ভুবনেশ্বর। তারপর সন্ধ্যা ৬.১০ মিনিটে আকাশ পথে তিনদিন চাররাত দারিংবারি ও গোপালপুর দারুন আনন্দ করে ফিরে আসলাম কলকাতা ।প্রতিটা জায়গার জীবন্ত ছবি ও বর্ণনা সহ কদিন পর আমাদের  ভিডিওতে দেখা যাবে দারিংবারি ও গোপালপুরের ভ্রমন কাহিনী ।  

কিছু তথ্য –

১। দারিংবারিতে খুব উন্নত মানের হোটেল নেই । মোটামুটি ভাল যে সব হোটেল আছে তার ভাড়া ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে।

২। দারিংবারি সাইড সিন করতে গাড়ির ভাড়া ২০০০ টাকা ।

৩। দারিংবারিতে খাওয়ার খরচা একবেলা একজনের ১০০ থেকে ১৫০ টাকা ।

৪।গোপালপুরে May fare ছাড়া মোটামুটি ভাল যে সব হোটেল আছে তার ভাড়া ১০০০ থেকে ২০০০ এর মধ্যে। 

৫। খাবার দাবার গোপালপুরে মোটামুটি সস্তা ।

৬ । দারিংবারি থেকে গোপালপুর আসতে গাড়ি নেয় ৪৫০০ টাকা ।   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s