অবাক পৃথিবী – সুপ্রিয় রায়

অবাক পৃথিবী – সুপ্রিয় রায়

  • ‘ কি ব্যাপার বলরামের মা ? কদিন ধরে দেখছি দরজার সামনে বসে আছো । কাজে বেড়চ্ছো না কেন ? শরীর খারাপ হল নাকি ? দেখো জ্বর , সর্দি কাশি থাকলে করোনার পরীক্ষা করে নিও । মনে রেখো বাড়িতে তোমার দুটো ছেলে আছে ।’

বলরামের মার নিজের একটা সুন্দর নাম আছে – পলা । বলরাম হওয়ার পর থেকে সবাই বলরামের মা বলেই ডাকে । বাড়ির কাজের লোকদের বোধহয় বেশীরভাগ মানুষ এরকমই নামেই ডাকে । বলরামের মারও এই নামটা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে । মুখ তুলে দেখলো ওদের বস্তির সামনে রাস্তায় কমলার মা দাঁড়িয়ে আছে । কমলার মা এখন আর লোকের বাড়ি কাজ করে না । ছেলে বড় হয়ে গেছে । ও আর মাকে কাজ করতে দেয় না । কিন্তু বলরামের মাকে বাধ্য হয়ে কাজ করতে হয় । দুটো ছেলে হওয়ার পর স্বামী অন্য মেয়ের সাথে চলে যায় । কোন রকম সাহায্য করে না । তাই বাধ্য হয়েই দুই ছেলেকে বাঁচাতে লোকের বাড়িতে কাজ নিতে হয়েছে ।

বলরামের মাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করে কমলার মা – ‘ কি গো , কি হল ? কথা বলছো না যে ।’

  • “ কি আর বলবো বল । এই করোনার জন্য সবার বাড়িতে কাজে যেতে মানা করেছে ।” 
  • ‘ তা প্রতি মাসে মাইনা দিচ্ছে তো ?’
  • “ আরে দূর, একমাস দেওয়ার পর বন্ধ করে দিয়েছে ।বলছে করোনা দূর হলে আবার রাখবে ।”
  • ‘ এতো বছর কাজ করলে , আর তারা তোমার পরিবারের কথা একবারও চিন্তা করলো না ।তুমি তো কাজ ছাড়নি , তারা ভয় পাচ্ছে তাই তোমাকে ঘরে ঢুকে কাজ করতে দিতে চাইছে না ।তোমার তো কোন দোষ নেই । আর এই সময় অন্য কেউ কাজও দেবে না , এটা তো তাদের বোঝা উচিৎ ছিল ।’
  • “ একটা বাড়ি থেকে বলে কি জানো , তোরা তো বিনা পয়সায় রেশন পাচ্ছিস তোদের ঠিক চলে যাবে । আর যদি করোনা হয় তাহলে  সরকারি হসপিটালে যাবি , বিনা পয়সায় চিকিৎসা পাবি । কিন্তু আমাদের করোনা হলে আমরা তো আর সরকারি হসপিটালে যেতে পারবো না , আমাদের বেসরকারি হসপিটাল বা নার্সিং হোমে যেতে হবে । তার খরচ জানিস ? এই তো আমাদের জানাশোনা একজন করোনার জন্য নার্সিং হোমে ভর্তি ছিল । ১৩ দিন ছিল নার্সিং হোমে , মারাও গেল কিন্তু নার্সিং হোমকে বিল দিতে হলো ১৬ লাখ ৮০ হাজার টাকা । কেন ভয় পাবনা বল ।”
  • ‘ কি বল কি ? এই রোগের তো শুনেছি ওষুধ এখনও বেড়ইনি । তাহলে এতো খরচ কিসের ?’
  • “ তা আমি কি করে বলবো । ওনারা বললেন , আমি শুনলাম । আরেকটা বাড়িতে কি বলেছে জানো । বাড়ির কর্তার ব্যবসা নাকি করোনার জন্য ভাল চলছে না । তাই এখন আমাকে রাখতে পারবে না । কি করবো , বল । আমি কি আর ঝগড়া করবো ।”        
  • ‘তাহলে তোমার চলছে কি করে?’
  • “ একদমই চলছে না । রেশনে যা পাচ্ছি তা দিয়ে কোনমতে বেঁচে আছি । 

কি করবো বুঝতেই পারছি না । বড় ছেলেটা ১২ ক্লাস পাশ করেছে । এবার কলেজে ভর্তি হবে আড়াই হাজার টাকার উপরে লাগবে । কোথার থেকে টাকা পাবো বুঝতেই পারছি না । যাদের কাছে চাইছি তারাই বলছে তাদের অবস্থা ভাল নয় ।মাথায় একটাই চিন্তা ছেলেটাকে কি করে কলেজে ভর্তি করবো । ও এতো পড়াশুনা ভালবাসে অথচ জানিনা ওকে পড়াতে পারবো কিন ?”

  • ‘ অত চিন্তা করছো কেন ? সব রাস্তা যখন বন্ধ তখন শেষ একটা রাস্তা আমাদের সামনে খোলা আছে । তোমার ছেলেকে তুমি ঠিক পড়াতে পারবে ।’ 
  •  “ কি করে ?”  বলরামের মা হাঁ করে কমলার মার মুখের দিকে তাকিয়ে রইলো ।
  • ‘ রক্ত বিক্রি করে । আমি আর তুমি আমাদের রক্ত বিক্রি করবো । তাহলেই পড়ার টাকাটা যোগাড় হয়ে যাবে ।’

“ আমরা তো ভালমন্দ খেতে পাইনা আমাদের রক্ত নেবে ?” – বলরামের মা জিজ্ঞেস করলো ।

  • ‘ ভালমন্দ খেতে না পেলে কি হবে , আমাদের যা মনের জোড় আছে তাতেই আছে আমাদের রক্তের তেজ । ঠিক নেবে । চলো কাল আমরা দুজনে গিয়ে রক্ত বিক্রি করে আসি । আমি জানি কোথায় গেলে রক্ত বিক্রি করা যাবে ।’

বলরামের মার চোখে জল এসে গেল । নিচু হয়ে কমলার মার পায়ে হাত দিয়ে প্রনাম করলো । কাঁদতে কাঁদতে বললো – “ দিদি তুমি রক্ত দিয়ে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছো । দেখো এটা বিফলে যাবে না । ও একদিন মানুষের মতো মানুষ হবেই ।” জড়িয়ে ধরলো কমলার মাকে । ভুলে গেল দুরত্ববিধি , ভুলে গেল যার জন্য এতো সব সেই করোনাকে ।      

4 thoughts on “অবাক পৃথিবী – সুপ্রিয় রায়

    1. গল্প পড়ার ইচ্ছা ও সময় লোকের হাতে অনেক কমে গেছে বলে মনে হয় । তাই গল্প বাধ্য হয়েই ছোট করতে হয় ।

      Like

  1. Naru Mahato
    করোনা আবহে অসহায় লোকেদের কঠিন জীবন যুদ্ধের কাহিনী। বেশ ভালো লাগলো।
    Sudhir Bagchi
    বা: বা: সুপ্রিয়, খুব সুন্দর হয়েছে খুব সুন্দর। একেবারে সময় উপযোগী কাহিনী। এইভাবে কত লোক যে কর্মহীন হয়ে কত কষ্টে দিন কাটাচ্ছে তার কতটুকু আমরা খবর রাখি।
    Ranjan Goswami
    Sathik samayupojogi. Khub bhalo
    Swapnesh Ghosh
    ei manusera korona joy korte parbekina janina tobe jibon judhe joyi hote parbe nischoi.
    Tapasi Banerjee
    Khub sunder kahini. Khub valo laglo.
    Krishnasis Chatterjee
    Vivid picture of the present situation. Thanks.
    Bani Paul
    Sathik somoy sothik lekha Khub vhalo likhechho
    Gautam Chaki
    বেশ ভালো লাগল
    Pratap Chatterjee
    Kothin samayete fight karar jannya lekhata amar khub valo legeche.Dhyannabad.Chalie jan Dada.RO likhun
    Apurba Neogi
    Excellent heart touching story. What a praiseworthy gesture shown by Kamala and a beautiful mind she possesses.
    Partho Mukherjee
    Khub bastab lekha. Sotti sotti erakom anek ghatana nije jani. Kichu korer nei.
    Amalesh Kumar Ghosh
    সত্য কথা ছন্দে ছন্দে রচিত হয়েছে
    Krishna Chaudhuri
    খুব ভালো লাগলো।
    Kumkum Dutta
    Bhalo golpo
    Bidyut Roy
    Darun
    Kalyan Kumar Chattopadhyay
    Supriyada without repeatation,it is unique
    Champak Mitra
    আজকের পৃথিবী আর আগের মত মানবতা,ধ‍্যানধারনা নিয়ে বসবাস কোরছে না।এখানে সবাই এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে চলছে।মানুষে মানুষে বাড়ছে বৈষম্য যেভাবেই হোক অর্থই জীবনের একমাত্র অনুভূতি আরসব গৌণ ফলাফল ব‍্যবধান বাড়ছে।দৈনন্দিন কর্মের উপর যাদের সংসার তাদের সংকট তিব্র থেকে তিব্রতর হয়েছে অথচ সমাজ ব‍্যবস্থায় এদের অবদান কিন্তু যথেষ্ট শুধু পায়না কোনো স্বীকৃতি।তবুও আপনার মত চিন্তাশীল ব‍্যক্তির কাছ থেকে মাঝে মাঝে কিছু টুকরো টুকরো Golpo বেশ মন ভরে যায়।
    Rina Ray
    Darun.ei sob manusher theke amader onek siksha newar achhe.
    Amit Mitra
    ভালো লাগলো।
    Pk Bhattacharjee
    হয়তো একদিন মানুষের মতো মানুষ হবে কিন্তু দুরত্ববিধি আসল উদ্দেশ্য সেটা তুমি তোমার সুন্দর লিখনে বুঝিয়েছ । এক কথায় অনবদ্য ।
    Bimal Krishna Saha
    গল্প টা পড়ে মনটা ছুঁয়ে গেল ।এক কথায় অনবদ্য ।
    Sanjukta Mohanty
    good।
    Arthita Sengupta
    Bhisoon bhisoon bhalo laglo kaku ❤️❤️
    Suman Bose
    ভালো খুব ভালো
    Pradip Kumar Das
    খুব সুন্দর সময় উপযোগী লেখা পড়ে খুব ভালো লাগলো
    Suparna Chowdhury
    খুব ভালো লাগলো
    Swapna Sen Gupta
    কি সুন্দর মনের পরিচয় পেলাম।খুব ভালো লাগলো।
    Samar Ghosh
    Very Good
    Mallika Bhattacharjee
    খুবই ভালো লাগল তিলকদা ।
    Rinki Sen
    Lekha ta mon chuye gelo — opurbo hoeche
    Saktimay Chakraborty
    বাহ অপূর্ব।”মানুষ মানুষের জন্য”
    Dulal Dasgupta
    Khoob bhalo laglo 👌👌👌
    Kanti S
    Kothin poresthete te pase thakle moner voy dur hoy khub valo lekha darun
    Dibakar Das
    অপূর্ব খুব ভালো লাগলো
    Himadri Majumdar
    Sesh ta Asadharan Dada
    Aditya Sukumar
    Supriyo, besh lekha. Bhalo laglo
    Biswanath Mondal
    Dark reality of this selfish world.
    Anirban Chowdhury
    Khv sundar ,
    Runu Subhash
    Khoob sundor khoob sundor 👌👍👌👍
    Sarat Mullick
    খুব সুন্দর লেখা মন ছুঁয়ে যায়।
    Tanima Goswami
    Apurbo.mon chuye gelo.
    Reena Dasgupta
    Khub sundor
    Aparajita Sengupta
    Valo laglo lekhata
    Chanchal Bhattacharya
    ভালো লাগলো উপস্থাপনা।
    Sucheta Sen
    Khub bhalo laglo….. Monke chuye galo
    Soma Dasgupta
    অপূর্ব গল্পটা পরে মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
    Alpana Roy
    Porlam bhalo laglo.
    Ashim Kumar Dan
    Bhalo laglo.
    Kanika Dasgupta
    Khub Sundar

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s