সাবান না স্যানিটাইজার কোনটা বেশি ভালো ?
অবশ্যই স্যানিটাইজারের তুলনায় সাবান ব্যবহার অনেক বেশি নিরাপদ। কারণ হাত ঘেমে থাকলে, হাতে ধুলো-বালির মতো নোংরা থাকলে স্যানিটাইজার ভালো কাজ করতে পারে না। এমন অবস্থায় জীবাণু মুক্তির একমাত্র রাস্তা হল সাবান-জল।
তাই হাতের কাছে সাবান ও জলের ব্যবস্থা থাকলে তা দিয়েই হাত ধোয়া উচিত। আর রাস্তাঘাটে বা সাবান-জলের ব্যবস্থা নেই— এমন জায়গায় অনায়াসে স্যানিটাইজার ব্যবহার করা যায়।
Soap or sanitizer Which is better?
Of course using soap is much safer than sanitizer. Because if the hands are sweaty or if the hands are dirty , the sanitizer cannot work well. In such cases, soap and water are the only way to get rid of germs.
So if you have soap and water at hand, you should wash your hands with it. And sanitizers can be used effortlessly on the road or in places where there is no soap and water .
কি করে শাক, সবজি , ফলকে করোনার জীবাণু থেকে মুক্ত করবো
বাইরের থেকে শাক, সবজি , ফল আনার পর হাফ বালটি জলে দুই থেকে তিন চামচ খাবার সোডা ফেলে ৫ মিনিট চুবিয়ে রাখলে করোনার জীবাণু থাকবে না । এটা করা খুব জরুরী কারণ এরমধ্যেই দিল্লিতে আর গুজরাটে সবজি বিক্রেতার মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ।
After bringing vegetables and fruits from outside, put it in half a bucket of water with two to three teaspoons of Baking soda and soak it for 5 minutes to prevent corona germs. It is very important to do because Infection has been already detected in vegetable sellers in Delhi and Gujarat.
ভাল লাগার কিছু কথা
• কাজ তোমাকে ব্যাস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে।
• সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ।
• সর্বদা তুমি কতদূর যেতে পেরেছো তা দেখো, তুমি কতদূর যেতে পারো নি তা হিসাব করতে যেয়ো না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তা হিসাব করতে যেয়ো না।
• পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে, তুমি পৃথিবীতে কত সুন্দর।
• Work will keep you busy, but creativity will give you leisure.
• Success is a measure determined by others, but Satisfaction is a measure determined by oneself.
• Always look at how far you have come, do not go to calculate how far you have not gone. Always look at who loves you, don’t go calculating who doesn’t love you.
• Anyone can tell you how beautiful the world is, but very few people can tell you how beautiful you are in the world.