( পর্দা উঠতেই দেখা গেল কয়েকটা ছোট ছেলেমেয়ে বয়স ৪ থেকে ৭ এর মধ্যে পেন্সিল, রাবার , রঙ, তুলি, জলের পাত্র নিয়ে একটা শতরঞ্চির উপর বসে ছবি আঁকছে । একটা বড় পোস্টার দেখা যাচ্ছে , লেখা রয়েছে – “স্বাধীনতা দিবস উপলক্ষে যার যা খুশী আঁক”। বাচ্চারা ছবি আঁকার সাথে সাথে চারপাশে কাগজের টুকরো ,কাগজের কাপ , লঙ্গেন্সের কভার এদিক ওদিক ফেলে নোংরা করছে । একটা ঘণ্টার আওয়াজ শোনা গেল আর তিন জনের প্রবেশ । )
প্রথম ব্যাক্তি – সময় শেষ। এবার সবাই আঁকা থামাও ।
দ্বিতীয় ব্যাক্তি – সবাই তোমাদের জিনিষ গুছিয়ে নাও ।একটু বাদে ফলাফল জানান হবে ।
তৃতীয় ব্যাক্তি– দেখি তোমাদের কাগজগুলো দাও ( এই বলে সে বাচ্চাদের থেকে আঁকা সংগ্রহ করতে লাগলো আর বাচ্চারাও ব্যাগ গোছাতে লাগলো।
প্রথম- আরে, তোমরা যখন ছবি আঁকতে এসেছিলে তখন এই জায়গাটা কি এরকম নোংরা ছিল ?
বাচ্চারা – না।
দ্বিতীয়- তাহলে এই জায়গাটা এরকমভাবে কারা নোংরা করলো ?
বাচ্চারা এর ওর মুখের দিকে তাকাতে লাগলো।
তৃতীয়- তোমরা ঘরেও কি এরকম নোংরা কর ? নিজেরা পরিষ্কার কর না ?
প্রথম বাচ্চা – আমাদের পরিষ্কার করতে দেয়না । মা পরিষ্কার করে দেয় ।
দ্বিতীয় বাচ্চা – কাজের দিদি করে দেয়। আমাকেও পরিষ্কার করতে দেয় না ।
তৃতীয় বাচ্চা – নোংরা ফেলার কোন জায়গা ছিল না যে ।
প্রথম ব্যাক্তি- তাহলে আমাদের কাউকে জিজ্ঞেস করলেনা কেন ?
দ্বিতীয় ব্যাক্তি – ঐ দেখ ,একটু দূরে নোংরা ফেলার জায়গা ।
চতুর্থ বাচ্চা- এদিক ওদিক দুটো কাগজ পরে থাকতে দেখেছিলাম , তাই আমি ফেলেছি ।
তৃতীয় ব্যাক্তি – যাক গে । চল , আমরা সবাই মিলে জায়গাটাকে পরিষ্কার করি ।(সবাই মিলে জায়গাটাকে পরিষ্কার করে ফেললো )
প্রথম ব্যাক্তি- এবার ফলাফল ঘোষণা করতে আসছে তোমাদেরই খুব প্রিয় এক দিদি। তোমরা সবাই বসে পর ।
( মঞ্চে এক দিদির প্রবেশ )
দিদি – ফলাফল ঘোষণার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে প্রচুর আদর ও ভালোবাসা। কেন বল তো ? তোমারা তোমাদের নিজেদের তৈরি করা নোংরা নিজেরা পরিষ্কার করেছো বলে । এর জন্য সবাইকে পুরস্কার দেওয়া হবে ।
(বাচ্চারা সবাই একসাথে চীৎকার করে উঠলো )
দিদি – তাহলে এর পর থেকে নোংরা করলে নিজেদের নোংরা নিজেরা পরিষ্কার করবে তো ?
বাচ্চারা সবাই – হ্যা…
দিদি – মা ,বাবা , কাজের লোক পরিষ্কার করতে আসলে মানা করবে তো ?
বাচ্চারা সবাই – হ্যা…
দিদি – নোংরা ফেলার জায়গাতেই নোংরা ফেলবে তো ?
বাচ্চারা সবাই – হ্যা…
কোন একটা বাচ্চা – আর যদি নোংরা ফেলার জায়গা না থাকে ।
দিদি – তাহলে নিজের কাছে রেখে দেবে । পরে জায়গামত ফেলে দেবে । ছোটবেলা থেকে যদি এই অভ্যাস কর তাহলে বড় হয়েও অভ্যাস থেকে যাবে । আর তোমাদের বাড়ি , তোমাদের আশপাশের জায়গা এমনকি তোমাদের দেশ দারুন পরিষ্কার হয়ে যাবে । অসুখ বিসুখও দেখবে অনেক কমে গেছে ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos