ইন্টারভিউ – সুপ্রিয় রায়

ইন্টারভিউ – সুপ্রিয় রায়

আজকেই বিকালে ইন্টারভিউয়ের রেজাল্ট  বেড়ানোর কথা ছিল ।সল্টলেকের সেক্টর ফাইভে ঝা চকচকে মাইক্রোসফটের অফিসে তাই সবাই বসে ছিল । সবাই সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং চাকরীর জন্য ইন্টারভিউ দিতে এসেছে । প্রচুর ছেলে মেয়ে লিখিত পরীক্ষায় বসেছিল । তারমধ্য থেকে এই ২০০ জনকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল । সবার ইন্টারভিউ  হয়ে গেছে শুধু রেজাল্ট বেড়ানোর অপেক্ষায় রয়েছে সবাই । ইন্টারভিউয়ের শেষে নোটিশ বোর্ডে রেজাল্ট দিয়ে দেবে । কিন্তু না , সবাইকে জানানো হল যে কাল একইসময়ে সবার আবার ইন্টারভিউ  হবে আর তারপর রেজাল্ট জানানো হবে । কিছু করার নেই তাই সবাই আবার পরেরদিন যথা সময়ে এসে হাজির । সবাইকে বসান হল বোর্ড রুমে । বিশাল বড় বোর্ড রুম । পুরু কার্পেট দিয়ে মোড়া । পাশের ঘরেই কিছুক্ষণ বাদে শুরু হবে ইন্টারভিউ  । হটাৎ ঘরে প্রবেশ করলো ইন্টারভিউ  বোর্ডের চেয়ারম্যান । সবাই দাঁড়িয়ে উঠে ওনাকে সন্মান জানালো । সবাইকে বসতে বলে ওনি শুরু করলেন- আমি জানি তোমরা সবাই যারা ইন্টারভিউ  দিতে এসেছ তাদের সকলের মাতৃভাষা বাঙালি । তাই আমি বাংলাতেই বলছি । তোমাদের কারও বাংলা বুঝতে অসুবিধা হলে হাত তোল । একটু থেমে আবার ওনি বলতে লাগলেন –  গুড , তারমানে কারও কোন অসুবিধা নেই বরং আমার মনে হয় তোমাদের মধ্যে বেশ অনেকজন ইংরাজির থেকে বাংলায় বেশী সরগরম ।তাই যেহেতু কাল ইংরাজিতেই ইন্টারভিউ  হয়েছে তাই আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই নিজেকে উজাড় করে ইন্টারভিউ দিতে পারনি । এতে কোন লজ্জা নেই । আমরা কোয়ালিটির বিচার করবো ভাষার নয় । যে ছোটবেলা থেকে যে ভাষা শিখে বড় হবে সে সেই ভাষা ভাল বলতে পারবে । তার জন্য পুথিগত শিক্ষার কোন প্রয়োজন নেই । শিক্ষার সাথে একটা মানুষের কোয়ালিটির বিচার হয় । সে শিক্ষা যে কোন ভাষায় হতে পারে । তাই আমরা ঠিক করেছি আজ আবার সবার  ইন্টারভিউ  নেবো এবং তোমরা যে যে ভাষায় বেশী পারদর্শী সেই ভাষাতেই ইন্টারভিউ  দেবে । তোমরা যে যে ভাষায় খুশী ইন্টারভিউ দিতে পার । আমি আবার বলছি যে আমরা কোয়ালিটির বিচার করবো ভাষার নয় । পড়াশুনায় ভাল হতে গেলে চেষ্টা চাই আর ব্রেনটাকে ভাল মতো খাটানো চাই । কিন্ত ভাষা শেখার জন্য শুধু শুনতে হবে আর চাই বলার অভ্যাস । যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছ তাদের জন্য আমি আমার কথা বলবো । আমি খুব গরীব ঘরের ছেলে ছিলাম । থাকতাম এক গ্রামে । সেখানে গ্রামের স্কুলেই বাংলা মিডিয়ামে পড়েছি । ছোটবেলা থেকে পড়াশুনায় আমি বরাবরই ভাল । মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে আমি স্ট্যান্ড করেছি । ইচ্ছা ছিল আই আই টিতে পড়ার কিন্তু ইংরাজিতে পরীক্ষা দেওয়ার জন্য পারলাম না । তাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভাল রেজাল্ট করে কোলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম ।ভাল রেজাল্ট নিয়ে পাশ করলাম ঠিকই কিন্ত ইন্টারভিউতে আটকে যাচ্ছিলাম  গড় গড় করে ইংরাজি বলতে না পাড়ার জন্য । কি করবো বাড়ির  অবস্থা ভাল নয় চাকরী আমাকে একটা করতেই হবে। তাই ব্যাঙ্কে চাকরীর জন্য চেষ্টা করলাম এবং পেয়েও গেলাম । পোস্টিং পেলাম বাড়ির থেকে অনেক দূরে দিনাজপুরের একটা গ্রামে। ছোট্ট শাখা । মোটে আমরা তিনজন। খুব খারাপ লাগতো । কাউকে কিছু বলতে পারতাম না । ধীরে ধীরে পয়সা জমাতে লাগলাম আর GRE র জন্য নিজেকে তৈরি করতে লাগলাম । ওই যে বললাম পড়াশুনায় খারাপ ছিলাম না তাই GRE র রেজাল্ট বেশ ভাল হল । অথচ আমার ইংরাজির উচ্চারণ শুনে আমারই কিছু বন্ধু বান্ধব যারা ইংরাজি মিডিয়ামে পড়েছে তারা আমাকে ব্যাঙ্গ করত । ব্যাস অ্যামেরিকার এক ভাল University তে MS পড়ার সুযোগ পেলাম । চলে গেলাম অ্যামেরিকা । আমার জীবনের মোড় ঘুরে গেল । দু মাসের মধ্যেই ইংরাজি বলাটা রপ্ত হয়ে গেল ।কারণ ওখানে ভুল বললে কেউ ব্যাঙ্গ করত না বা হাসত না । যেটা আমাদের দেশে খুব হয় । পাশ করে বেড়িয়েই মাইক্রোসফটে চাকরী পেলাম । কাজের সুনাম হল এবং তাড়াতাড়ি বেশ কটা প্রোমোশনও  পেলাম । তাই আমার বিশ্বাস কোয়ালিটির বিচার করতে হলে যে যে ভাষায় পারদর্শী সেই ভাষাতেই ইন্টারভিউ নেওয়া উচিৎ । আশা করি আজ তোমরা সবাই কালকের থেকেও ভাল ইন্টারভিউ দেবে ।মনে রাখবে যদি কোয়ালিটি থাকে তাহলে কোন কিছুই বেশীদিন বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না ।   

Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos

2 thoughts on “ইন্টারভিউ – সুপ্রিয় রায়

  1. Tapasi Banerjee
    Khub khub valo laglo.
    Bani Paul
    Besh valo
    Papia Kargupta
    Dàrun laglo re lalda👍
    Jhumi Sengupta
    Khub shundor lekha lalmama…..shotti erokom ei howa uchit English holo kajer bhasha …r bangla ta amader matri bhasha seta ke bhulle ki kore hobe..
    Kanti S
    Khub bhalo laglo
    Apurba Neogi
    Outstanding writing and nicely described story which is very much praiseworthy.
    Reena Dasgupta
    Khub bhalo laglo

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s