লাসভেগাস / Las Vegas

লাসভেগাস / Las Vegas

দুপুরের খাওয়া সেরে আমরা রওনা হলাম লাস ভেগাসের উদ্দেশে । ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে নেভাডার লাস ভেগাস ৩৩১ মাইল । Jashua Tree National Park হয়ে  প্রায় ৭ ঘণ্টা লাগলো আমাদের, লাস ভেগাস পৌছাতে ।একদম শুনশান রাস্তা দিয়ে অনেকটা যাচ্ছিলাম কিন্তু মনে একটুও ভয় দেখা দেয়নি ।অথচ নিজেদের দেশে আমরা ভয় পাই । যাইহোক অন্ধকার হয়ে এসেছিল তাই Jashua Tree National Park খুব ভাল দেখতে পাইনি ।লাস ভেগাস আমেরিকার দক্ষিণ নেভাদা মরুভূমিতে অবস্থিত এবং  বিশ্বের গ্যাম্বলিং রাজধানী হিসেবে খ্যাত। লাস ভেগাস শহরের যে সমস্ত রাস্তা জুড়ে বড় বড় হোটেল, জুয়া খেলার আখড়া বা ক্যাসিনো গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সে জায়গাটুকুকে বলা হয়  লাস ভেগাস স্ট্রিপ। লাস ভেগাসের বড় বড় হোটেলগুলো তৈরি হয়েছে বিভিন্ন থিমকে ঘিরে। যেমন – কোনটা প্যারিস,  কোনটা আলাদীন, কোনটা ট্রেজার আইল্যান্ড, কোনটা সিজার সম্রাট, গ্রীস, আফ্রিকা, মিশরের ফারাও রাজাদের কেন্দ্র করে তৈরি । তবে, শুধু হোটেল বা ক্যাসিনো নয়, এই শহরের এয়ারপোর্ট থেকে শুরু করে  সুপার মার্কেট, গ্যাস স্টেশন, রেস্তোরাঁ ইত্যাদি সব জায়গাতেই সাজানো থাকে জুয়া খেলার স্লট মেশিন।পৌছে প্রথমেই আমরা গেলাম হোটেলে । ১৪ তলায় আমরা ঘর পেলেম । উপর থেকে শহরটাকে খুব সুন্দর লাগছিল । আমাদের দেশে যেমন 14 th floor মানে ১৫ তলা , কিন্তু এখানে ১৪ তলা মানে 14 th floor । এখানে ground floor নেই , ground floor কে ১ ধরা হয় । হোটেলে সব জিনিষ পত্র রেখে প্রথমেই সোজা চলে গেলাম এখানকার প্রধান আকর্ষণ জুয়া খেলার আখড়া বা ক্যাসিনোতে ।দারুন সাজানো জুয়ার আড্ডা । পৃথিবীর নানা জায়গার লোক বসে জুয়া খেলছে । এখানে এধরনের জুয়া খেলা আইন সিদ্দ। অনেকটা জায়গা জুড়ে নানা রকম মেশিনে জুয়া খেলা হয় এই ক্যাসিনোতে । পর্যটকদের প্রধান আকর্ষণ এখানে খেলার , উপার্জন নয় । অনেকটা নেপালের কাটমণ্ডর মতো । পরেরদিন সকালে গেলাম হুভার ড্যাম ( Hoover dam) দেখতে । পাহাড়ের উপর অনেকটা জায়গা জুড়ে এই ড্যাম । দুটো পাহাড়ের মধ্যে যোগাযোগ রাখছে একটা ব্রিজ । অনেকটা আমাদের শিলিগুড়ির সেভকের করনেশন ব্রিজের মতো , তবে এটা পাহাড়ের অনেক উপরে আর অনেকটা বড় । হুভার ড্যাম দেখা শেষ করে আমরা আসলাম অনেকটা লন্ডন আই এর মতো পৃথিবীর সবচেয়ে বড় observation wheel বা  High Roller চড়তে । পুরো ৩৬০ ডিগ্রিতে ঘুরছে । একটা গোল কাচের ঘরে আমরা ঢুকলাম । তারপর সেটাকে নিয়ে নাগরদোলার মতো উপরে উটতে লাগলো ।৫৫০ ফুট ।  উপর থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছিল । গাড়িগুলোকে খেলনা মনে হচ্ছিল । আধা ঘণ্টার রাইড । দারুন অভিজ্ঞতা হল ।ওর পাশেই Linq promenade স্ট্রীট ,দেখার মতো । ঝলমলে সব দোকান ।   তারপর আমরা গেলাম Fremont street ।আলোয় ঝলমল করছে চারিদিক । রাস্তায় কেউ ম্যাজিক দেখচ্ছে, কেউ ছবি আঁকছে , কেউ গান গাইছে , আবার একদল ছেলে মেয়ে নাচ করছে । জীবন্ত রাস্তা ।ক্যাসিনো , নানা ধরনের দোকানে দোকানে ছয়লাপ । আমাদের ছেলে মেয়েরা zipline করলো । একটা উঁচু জায়গা থেকে চেয়ারে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রত যাওয়া ।ওরা zipline করতে গেল আর আমরা ঘুরে বেড়াতে লাগলাম । হটাৎ হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটা বড় পর্দার উপর । দেখি আমি রয়েছি স্ক্রিনে । Running video চলছিল । তাড়াতাড়ি ছবি তুলে নিলাম। অনেক্ষণ ওখানে কাটিয়ে আমরা চললাম Bellagio fountain দেখতে । অনেকটা জায়গা জুড়ে ফোয়ারা । প্রচুর ভিড় কিন্তু সবাই খুব ভদ্রভাবে আনন্দ করছে । এরকম ফোয়ারা আগেও দেখেছি । তবে এখানকার পরিবেশ অন্যরকম । চারিদিকে নানারকম দেখতে বিশাল বিশাল বাড়ি তারমধ্যে গানের সাথে চলছে ফোয়ারা । পাশেই রাস্তা প্রচুর গাড়ি যাচ্ছে কিন্তু কোন আওয়াজ নেই । তাই পরিবেশটা  চমৎকার ।ওখান থেকে গেলাম Hotel Venetian যেখানে ইতালির ভেনিসকে তুলে ধরা হয়েছে । মনে হচ্ছিল ভেনিসে ঘুরে বেড়াচ্ছি ।একটু বেশী রাত্রি হয়ে গেছিল তাই গণ্ডলা বা নৌকায় করে ঘোরাটা বন্ধ হয়ে গেছিল । লাস ভেগাস, পর্যটকদের জন্য বিনোদনের সবরকম ব্যবস্থা করে রেখেছে ।এখন মনে হচ্ছে ক্যাপিটালিস্ট দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি ।  

   

LAS VEGAS STRIP
HOOVER DAM

Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos

2 thoughts on “লাসভেগাস / Las Vegas

  1. Apurba Neogi
    Superb description of wonderful places of Las Vegas and having life time beautiful experience . Fantastic matching photographs. Enjoy the tour.
    Tapasi Banerjee
    Oh beautiful. Enjoy karo.
    Krishnasis Chatterjee
    Las Vegas City found in dream. Enjoy fully.
    Bharati Banerjee
    Oho apurbo
    Biman Kumar Chatterjee
    সাবধানে থেকো!! শুনেছি লাসভেগাস,লস-এঞ্জেলশ
    খুবি বিপজ্জনক জায়গা!!!💗💖😍🌷💐💞💐🌷💐🌷😍💖
    Samarendra Nath Sarkar
    Beautiful share update..go on pleasure enjoy abroad 😀
    Supratip Roy
    Great going lalkaka👍👍
    Rinki Sen
    darrrruun enjoy korlam — 💕
    Pk Bhattacharjee
    Fantastic.
    Chanchal Bhattacharya
    সুন্দর বর্ণনা। ছবিগুলোর জন্য আরও আকর্ষণীয়।।
    Kanti S
    Sopner dess bhalo lagche kato kichu jante parche khub bhalo thako sabai
    Kumkum Dutta
    এইটাই দারুণ Place
    Reena Dasgupta
    Darun vasha nei
    Prasanta Chakraborty
    How are you enjoying the Sin City? 😄😄😄😄😄
    Soma Mustafi
    Beautiful
    Shankar Banerjee
    Casino khelechho ? Atleast terminalgulo touch kore dekho the movements of the wheels.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s