কানেভেসে আসতে লাগলো ঘোষকের আওয়াজ। বুজলাম এখনও পাশের ঘরে টিভিচলছে । কিন্তু ঘোষকের প্রতিটাশব্দ আমি পরিষ্কার শুনতে পারছি। ঘোষক বলে চলেছে ………
যে
দেশে রাজা আছে সেখানে রাজার
নীতিই হলো রাজনীতি। কিন্তু
আমাদের মত গণতান্ত্রিক দেশে
রাজনীতি বলতে আমরা বুঝি নীতির
রাজা ,
রাজার
নীতি নয় ।সহজ ভাবে বলতে হলে
বলতে হয় যে কিছু ব্যক্তির
সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী বা
দল জনগনের কল্যাণে যে নীতি
প্রয়োগ করে তাকেই Politics
বা
রাজনীতি বলে। প্রত্যেক গোষ্ঠীর
বা দলের লোকেরা তাদের সেই
নীতিকেই ছড়িয়ে দেয় জনগনের
মধ্যে । বেশিরভাগ জনগন যে
গোষ্ঠীর বা দলের নীতিকে গ্রহন
করে বা গ্রহণ করতে বাধ্য হয়
সাধারণত একটি গণতান্ত্রিক
দেশে সেই গোষ্ঠীর বা দলের
হাতেই থাকে শাসনভার ।
প্রতিটা
দলই দাবি করে তারাই প্রকৃত
জনদরদী এবং নীতি নির্ধারণ
করে রাষ্ট্র পরিচালনা করতে
তাদেরই অগ্রাধিকার পাওয়া
উচিৎ ।গনতন্ত্রে লোকশক্তির
বিকাশ ঘটে কিন্তু আমাদের দেশে
ঘটেছে দলতন্ত্রের বিকাশ ।
দেশের থেকে বা জনগনের থেকে
বড় হয়ে উঠেছে দল । তাই চারিদিকে
বিভিন্ন দলের মধ্যে চলছে
হানাহানি । দল টিকিয়ে রাখতে
দুর্নীতি ও ধর্মকেও আশ্রয়
করতে কুণ্ঠা বোধ করছে না নেতারা।
যেনতেন প্রকারে ভোটে জিততে
জনগণের মধ্যে যত রকমের বিভেদ
সৃষ্টি করা যায় তা করে চল্রছে
বিভিন্ন রাজনৈতিক দলগুলি ।
তাই জনগন এবার প্রচণ্ড ক্ষেপে
উঠেছে । জাতি,
ধর্ম
,
বর্ণ
নির্বিশেষে এক জনআন্দোলন
ছড়িয়ে পরেছে দেশজুড়ে । এই
জনআন্দোলনের চাপে রাষ্ট্রপতি
বাধ্য হয়েছেন সব বিধানসভা
এবং লোকসভা ভেঙে দিতে । সব
রাজ্যে এবং দেশে নতুন করে
সরকার গঠন করতে এক পরীক্ষার
ব্যবস্থা করা হয়েছে । যারা
MLA
বা
MP
হতে
চান তাদের একটি নতুন আবেদনপত্র
ভালোভাবে পূরণ করে online
এ
আবেদন করতে হবে । সরকারের সব
web
site এ
এই আবেদনপত্র পাওয়া যাবে
।আবেদনপত্রের উল্লেখযোগ্য
কিছু অংশ নীচে দেওয়া হোল ।
•
যারা
স্নাতকে ৫০%
বা
তার অধিক নম্বর পেয়ে পাশ করেছে
তারাই কেবল আবেদন করতে পারবে।
•
২০
বছরের নীচে এবং ৬০ বছরের উপর
কেহ আবেদন করতে পারবে না ।
•
কোন
দলের সদস্য হওয়া বাধ্যতামুলক
নয় ।
•
ধর্ম
ও জাত উল্লেখ না করা বাধ্যতামুলক।
•
যে
রাজ্য থেকে আবেদন করবে সেই
রাজ্যের নাম অবশ্যই উল্লেখ
করতে হবে । কারণ যে যে রাজ্য
থেকে আবেদন করবে সেই রাজ্যের
ভাষাতেই পরীক্ষা দিতে হবে।
•
এক
রাজ্য থেকে অন্য রাজ্যে আবেদন
করা যাবে না ।
•
একের
বেশি পদের জন্য আবেদন করা যাবে
না ।
•
প্রত্যেক
রাজ্যের বিধানসভার এবং লোকসভার
যে আসন এখন আছে তাই থাকবে।
•
যারা
যারা পাশ করবে তাদের মধ্যে
থেকেই পরীক্ষার মাধ্যমে ঠিক
হবে মন্ত্রী ,
প্রধানমন্ত্রী,
মুখ্য
মন্ত্রী ।
•
পাঁচ
বছর পর যারা পুনরায় নির্বাচিত
হবে না তাদের সরকারী পদ দেওয়া
হবে ।
•
তিন
ঘণ্টার পরীক্ষা হবে। subjective
ও
objective
।
•
কোন
reservation
থাকবে
না ।
•
এখন
যেসকল সুবিধা পাওয়া যাচ্ছে
তাই পাওয়া যাবে ।
•
বিস্তারিত
জানার জন্য সরকারের web
site দেখুন
।
অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল । দেখি ঘড়িতে ভোর পাঁচটা । বুজলাম এটা ভোরের স্বপ্ন ।
Please visit my You tube channel : https://www.youtube.com/cha…/UCwI8JNW7FmslSEXnG6_GAgw/videos
Rajkumar Das
Swapnata satti hale bhalo hai
Tapash Banerjee
Darun
Kanti S
Satti hole bhalo hai
Arabinda Chatterjee
আপনার এই সপনো টা যেন সার্থক হয় কারণ এটা আপনার, আমার, সবার সপনো
Bani Paul
Bhore shopno naki sathi hoe
Sampa Gupta
Ei sopno ke satti kara gele ki bhaloi na hoto
Prasanta Chakraborty
স্বপ্ন দেখা ভালো।
Biman Kumar Chatterjee
৫৬ ঘণ্টা মুখ্যমন্ত্রী থাকার পর পেনশান পাওয়া যাবে তো???
Shubhranshu Mohan Banerji
একটা দুর্দান্ত মনের সুপ্ত আবেগ প্রতিফলিত হয়েছে ভাষার মাধ্যমে| অনবদ্য লেখা, আন্তরিক শুভেচ্ছা জানাই|
Biplabshankar Mazumder
সব সাধারনের এটাই স্বপ্ন , রাজনৈতিক দলের কাছে এটা চক্রান্ত ।
Sanjoy Ghosh
স্বপ্ন বাস্তবায়নে রূপান্তরিত হয়ার অপেক্ষায় থাকলাম
Samarendra Nath Sarkar
Nice presentation..
Anup Singha
মনের সুপ্তবাসনা ই ত স্বপ্ন।
Chayan Sengupta
যেমন আপনার কল্পনা শক্তি তেমনি কল্পনার বিষয়বস্তু। যতই অবাস্তব হোক মনে ধরেছে।
কোনও একসময় বাস্তব হোতেওতো পারে। জুলে ভার্নে কি কখনও ভেবেছিল ওর কল্পনায় মানুষের চাঁদে যাবার গপ্প একদিন সফল হবে।
LikeLiked by 1 person
THANKS TO ALL
LikeLike