রোগ নির্ধারণের জন্য পরীক্ষা বা Medical Check up

রোগ নির্ধারণের জন্য পরীক্ষা বা Medical Check up

অসুখ করলে বা কোনো অসুবিধা হলে আমরা ডাক্তারের কাছে যাই এবং ওনার পরামর্শ মতো কিছু পরীক্ষা আমরা করি দরকার ছাড়া আমরা শরীরের জন্য কোনো পরীক্ষা করাই না কারণ অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে এছাড়া খরচার কথাও আমরা চিন্তা করি. পাঁচ বছরে একবার করে রক্ত পরীক্ষা আর রক্ত চাপ পরীক্ষা করলে শরীর সমন্ধে জানা যাবে অনেক, খরচাও খুব বেশি লাগে না সবচেয়ে বড় কথা ভবিষ্যতের অনেক খরচা বাঁচিয়ে দিতে পারে সামান্য কটা পরীক্ষা ঠিক সময়ে চিকিৎসা করলে অনেক কঠিন রোগ থেকে বাঁচা যায় এবং ভবিষ্যতের বড় খরচার হাত থেকে রেহাই পাওয়া যায় নিম্নলিখিত পরীক্ষার মাধ্যমেই শরীর সমন্ধে প্রায় সবই জানা যায় () ডাক্তার বা বিশেষজ্ঞ দ্বারা শারীরিক পরীক্ষা বা Physical Examination () রক্ত পরীক্ষা বা Blood test () পেচ্ছাবের পরীক্ষা বা Urine Examination () পায়খানা পরীক্ষা বা Stool Examination () .সি.জি বা ECG () চোখের পরীক্ষা বা Eye test () কানের পরীক্ষা বা Ear test (8) এক্স রে এবং স্ক্যান বা X-ray and Scan

যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের দু বছরে একবার অবশ্যই শরীরের পরীক্ষা করানো উচিত পরীক্ষার মাধ্যমে আমরা শরীরের প্রতিটি সিস্টেমের কাজকর্ম সমন্ধে বিশদভাবে জানতে পারি কোন সিস্টেমের জন্য কি পরীক্ষা সেটাও নীচেমোটামুটি জানানো হলো

কার জন্য কি পরীক্ষা
উচ্চতা,ওজন,রক্ত চাপ, চোখ কানের প্রাথমিক অবস্থা HEIGHT, WEIGHT, BODY MASS INDEX, BLOOD PRESSURE, VISUAL ACUITY, COLOUR VISION, HEARING TEST RINNE’S AND WEBER’S, BODY FAT MONITORশারীরিক পরীক্ষা বা PHYSICAL EXAMINATION
হার্টের অবস্থা বা CARDIAC SYSTEMRESTING ECG, TRADMILL STRESS TEST AND 2D ECHO , CHEST X RAY
কিডনির অবস্থা বা RENAL OR KIDNEY (BUN (BLOOD UREA NITROGEN), CREATINE, ELECTROLYTES, URIC ACID, SODIUM CHLORIDE , POTASSIUM )রক্ত পরীক্ষা বা BLOOD TEST এবং পেচ্ছাবে ক্যালসিয়ামের মাত্রা বা

CALCIUM LEVEL IN URINE, ইত্যাদি

শ্বসনতন্ত্র বা RESPIRATORY SYSTEMPULMONARY FUNCTION TEST
চোখ,নাক,গলা বা ENTAUDIOMETRY
কোলেস্টেরল বা CHOLESTEROL OR LIPID LEVELS(LDL, HDL, VLDL AND TRIGLYCERIDES),রক্ত পরীক্ষা বা BLOOD TEST
ডায়বেটিস বা DAIBETES: FBS(FASTING BLOOD SUGAR), PPBS(POST PRANDIAL BLOOD SUGAR), MEAN BLOOD GLUCOSE CONC)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
রক্ত সমন্ধীয় বা HEMOGLOBIN COUNT, DIFFERENTIAL COUNT OF POLYMORPHS, LYMPHOCYTES, EOSINOPHILS, MONOVYTES, BASOPHILS, PLATELETS, BLOOD GROUP, HB, VIT.B12, CBC, ESR AND রক্ত পরীক্ষা বা BLOOD TEST
লিভারের অবস্থা বা LIVER FUNCTION TEST (TOTAL PROTEIN, ALBUMIN, GLOBULIN, BILIRUBIN, ALKALINE PHOSPHATASE, GAMMA GT, SGOT/AST, SGPT/ALT ETC)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
কর্কট রোগ বা CANCER MAKERSPROSTATE SPECIFIC ANTIGEN (PSA)FOR MEN , ALPHA-FETOPROTEIN(LIVER), EBV FOR NPC
হাঁড়ের অবস্থা বা BONE METABOLISM (CALCIUM, PHOSPHATE)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
গর্ভাবস্থা বা PREGNANCY URINE AND BLOOD TESTS
হেমাটোলজি বা HAEMATOLOGICAL TESTS (ABO&RH(D)TYPING COMPLETE BLOOD COUNT, IRON, BLOOD FILM)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
বাত বা ARTHRITIES SCREENING (URIC ACID(GOUT), RHEUMATOID FACTOR)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
থাইরয়েড বা THYROID FUNCTION (T3, T3RU, T4, THYROID STIMULATING HORMONE(TSH)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
এন্টিবডি বা SEROLOGY (VDRL)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
হেপাটাইটিস বা HEPATITIS STATUS (HEPATITIS A ANTIBODY TOTAL HEPATITIS BS ANTIGEN, HEPATITIS BS ANTIGEN, HEPATITIS BS ANTIBODY)রক্ত পরীক্ষা বা BLOOD TEST
পেচ্ছাব বা URINE ANALYSIS (URINE ROUTINE)পেচ্ছাবের পরীক্ষা বা URINE TEST
পায়খানা বা STOOL (OCCULT BLOOD, STOOL ROUTINE, PEPTIC ULCER BACTERIA TEST)পায়খানার পরীক্ষা বা STOOL TEST
লান্গ্সের অবস্থা বা LUNG FUNCTIONভায়টালোগ্রাফ বা VITALOGRAPH
মেরুদন্ড এবং নিতম্ব বা OSTEOPOROSIS (SPINE AND HIP)এক্সরে বা স্ক্যান বা DEXA

One thought on “রোগ নির্ধারণের জন্য পরীক্ষা বা Medical Check up

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s